নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়াল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়াল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানি নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়িয়েছে পিসিবি। নারী খেলোয়াড়দের সাথে নতুন চুক্তি করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, যা সকল বিভাগের জন্য প্রযোজ্য। কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

এতে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বোলার সাদিয়া ইকবালের, বর্তমানে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা তিনি। তার সাথে রয়েছেন ফাহিমা সানা, মুনিবা আলী ও সিদরা আমিন। চুক্তিতে বেশ উন্নতি হয়েছে ডায়ানা বেগ, রামিন শামিমেরও।

গতবছর চুক্তিতে না থাকা আলিয়া রিয়াজ ও নিদা দার ফিরেছেন। এবছর পাকিস্তান ক্রিকেটে নতুন আরেকটি বিভাগ চালু করা হয়েছে, যা ‘ই’ ক্যাটাগরি নামে পরিচিত হবে। সেটা ইমার্জিং খেলোয়াড়দের জন্য প্রযোজ্য হবে। নতুন ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়মান ফাহিমা এবং সাওয়াল জুলফিকার।

আগামী একবছর পাকিস্তান নারী দলের ব্যস্ত সময় কাটবে। এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুনে হবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। এরমাঝে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা। সাম্প্রতিক পারফরম্যান্স ও আসন্ন খেলায় ব্যক্তিগত সম্ভাবনা কেন্দ্র করে পিসিবি কেন্দ্রীয় চুক্তি সেরেছে।

Scroll to Top