নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কানাডায় সমাবেশ | চ্যানেল আই অনলাইন

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কানাডায় সমাবেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশে ক্রমবর্ধমান নারী এবং শিশু প্রতি সহিংসতার প্রতিবাদে কানাডার স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) টরন্টো শহীদ মিনারে প্রগতিশীল গণতান্ত্রিক এর উদ্যোগে কানাডার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিডিআই সাধারণ সম্পাদক মনির জামান রাজু’র পরিচালনায় এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস। বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী ফারজানা চৌধুরী বিন্দু, সবিতা সোমানী, ব্যারিস্টার নুসরাত জাহান, রওশান জাহান উর্মী, আসিফ চৌধুরী, সোলায়মান তালুত রবিন, সৌমেন সাহা, মাশুক হাসান, দুলাল পাল, শমসের আলী হেলাল, মাশুক মিয়া এবং বিদ্যুৎ রঞ্জন দে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। জুলাই অভ্যুত্থানে যেখানে নারীরা সামনে থেকে লড়াই করে হাসিনাকে পরাস্ত করেছে, সেখানে অভ্যুত্থানের পর একশ্রেণির সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী মব ভায়োলেন্স করে পথে ঘাটে নারীকে অপদস্ত করছে। গ্রাম, শহরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজের নামে ক্রমাগত নারীকে অপমান, নারী এবং সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াছে।

দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে মানুষ লিঙ্গ, ধর্ম, জাতি নির্বিশেষে সমান অধিকার পাবে। রাষ্ট্র হবে সবার। লড়াই এখনো শেষ হয়নি। আসুন নারীর প্রতি সকল প্রকার সহিংসতাকে ”না” বলি।

Scroll to Top