নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

দেশের অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে বিএনপির নেতারা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে আজ দেশের মানুষ দিশাহারা। দেশের সব জায়গায় এখন নেই আর নেই অবস্থা। দেশের সব টাকা লুট করে বিদেশে পাচার করে দেশের অথর্নীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। এখন সেই অবস্থাকে আড়াল করতে বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতনের নতুন অধ্যায় শুরু হয়েছে। কিন্তু এতে তাদের শেষ রক্ষা হবে না।

বক্তারা বলেন, এই ফ্যাসিবাদী সরকার সুপরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষের বাক্‌স্বাধীনতা, ভোটের অধিকার, আইনের শাসন সবকিছু শেষ করে দিয়েছে।

শাওনের মৃত্যু এ দেশের গণতান্ত্রিক সংগ্রামকে আরও শক্তিশালী করবে দাবি করে বক্তারা বলেন, শাওনের রক্ত বৃথা যাবে না। এ রক্ত চলমান আন্দোলনকে আরও বেগবান করবে। শুধু শাওন নয়, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের পথ রচিত হবে।