নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদল নেতা নিহতের ঘটনায় টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পুলিশের বাধায় তা বন্ধ হয়ে যায়।
শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইলের ব্যাপারী পাড়া রোড থেকে বিক্ষোভ মিছিল বের হলে শান্তিকুন্জ মোড়ে পৌছালে পুলিশি বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, নারায়ণগন্জে এই সরকারের পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের মাস্তানরা হামলা করেছে যুবদল নেতাকে হত্যা করেছে। দ্রুত হত্যায় জড়িতদের বিচারের দাবি জানায়। না হলে কঠোর আন্দোলনে হুমকিও দেন তারা।