নারায়ণগঞ্জে অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী ও কয়েকজন শিক্ষার্থী বলেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বদলির আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশ বাতিলের দাবিতে আজ দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর বদলির আদেশ বাতিল চেয়ে লিখিত আবেদন জমা দেন।

Scroll to Top