নামাজ আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি ধাপ

নামাজ আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি ধাপ

প্রথমত, আল্লাহর রাসুল (সা.)–এর সাহাবিরাও ভুল করে ফেলতেন, শয়তান তাঁদের কাছেও আসত।

দ্বিতীয়ত, আপনার করা একটি ভুল আপনার গায়ে কোনো স্থায়ী ‘পাপী বান্দা’ নামের চিহ্ন নয়; বরং সে কাজটি করে আপনি অনুতপ্ত না হলে আপনি পাপী বান্দার কাতারে পড়ে যেতে পারেন।

তৃতীয়ত, দেরি করবেন না। পাপ কাজের লজ্জা, অনুশোচনা ইত্যাদিকে সঙ্গে নিয়েই অজু করুন, দুই রাকাত নামাজ পড়ে ক্ষমা চান তাঁর কাছে, যিনি বান্দার ক্ষমা চাওয়ার আহ্বানে সাড়া দেন।

চতুর্থত, গুনাহর অপরাধবোধ যেন আপনাকে সিজদার স্বাদ থেকে বঞ্চিত না করে। যে অপরাধবোধ এ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে, জানবেন, সেটি আসলে শয়তানের দেওয়া অনুভূতি।

পঞ্চমত, আপনার ভুলকে নিজের ও আল্লাহর মধ্যেই রাখুন। ইসলামে কিন্তু ক্ষমা চাওয়াকে উৎসাহিত ও স্বীকারোক্তি দিয়ে বেড়ানোকে নিরুৎসাহিত করা হয়েছে।

‘নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মুছে দেয়’—এ কথাটিকে কখনো ভুলে যাবেন না।

[email protected]

মারদিয়া মমতাজ: শিক্ষক, গবেষক, প্রকৌশলী

Scroll to Top