নাট্যজন জামালউদ্দিন হোসেন লাইফ সাপোর্টে | চ্যানেল আই অনলাইন

নাট্যজন জামালউদ্দিন হোসেন লাইফ সাপোর্টে | চ্যানেল আই অনলাইন

ভালো নেই নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন। কানাডার ক্যালগেরির রকিভিউ হসপিটালে লাইফ সাপোর্টে রয়েছেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছেলের কাছে বেড়াতে আসেন নাট্যজন জামাল উদ্দিন হোসেন। এখানে এসে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি তলে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা।

GOVT

তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয় ফাইন্যনস বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু। বাবার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গেল ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আছেন।

Scroll to Top