নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার

নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

৭ আগস্ট (বৃহস্পতিবার) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান। তিনি দেশের শীর্ষ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিডিএলজি’র ভাইস চেয়ারম্যান। প্রফেসর কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে ১৯৮০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮১ সালে এমএসএস অর্জন করেন।

Scroll to Top