চলমান বিপিএলের প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছিল দুর্দান্ত ঢাকা। এরপর টানা দুই ম্যাচে হেরেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ শুরুর পরও ১৩০ রান সংগ্রহ করতে পেরেছে ঢাকা। খুলনার জয়ের জন্য প্রয়োজন ১৩১ রান।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সৈকত। ঢাকার অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশি সময় নেয়নি দলটির দুই ওপেনার সাইম আইয়ুব ও মোহাম্মদ নাঈম শেখ। প্রথম উইকেট জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৭৫ রান। ২১ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪১ রান করা নাঈমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন আফিফ হোসেন ধ্রুব।
নাঈম ফেরার পর দ্রুত ফিরেছেন আইয়ুবও। পাকিস্তানি তরুণ ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৩৫ রান। এছাড়া ঢাকার ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন অ্যালেক্স রস (২১) ও আরাফাত সানি (১৫)। বাকি সবাই এক অঙ্কের ঘরেই আউট হয়েছেন।
খুলনার হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মুকিদুল ইসলাম মুগ্ধ।