নাইজেরিয়ার ঐতিহাসিক জয়, স্কটল্যান্ড জিতেছে ১ উইকেটে | চ্যানেল আই অনলাইন

নাইজেরিয়ার ঐতিহাসিক জয়, স্কটল্যান্ড জিতেছে ১ উইকেটে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়ে দিয়েছে নাইজেরিয়া। ‘সি’ গ্রুপে আসরের প্রথম জয় তুলেছে আফ্রিকার দেশটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচসেরা হয়েছেন নাইজেরিয়ার লাকি পিটি।

দিনের অপর ম্যাচে নেপালের মেয়েদের ১ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। ‘ডি’ গ্রুপে থাকা দলটির এটি প্রথম জয়। ম্যাচের সেরা হয়েছেন ১৫ রানে ৫ উইকেট নেয়া স্কটল্যান্ডের মাইসি মেসিরা।

‘সি’ গ্রুপে নাইজেরিয়া ও নিউজল্যান্ডের মধ্যকার ম্যাচটি হয় ১৩ ওভারের। টসে জিতে কিউই মেয়েরা আগে বল করার সিদ্ধান্ত নেন। ব্যাটে নেমে নাইজেরিয়া নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে। ২৫ বল খেলে সর্বোচ্চ ১৯ রান করেন লাকি। কিউইদের পাঁচ বোলার একটি করে উইকেট নেন।

জবাবে নেমে কিউই মেয়েরা নির্ধারিত ওভারে ৬৩ রানে থামে। নাইজেরিয়া জয় তোলে ২ রানে। ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন আনিকা টড। ১৮ রান করেন তাস ওয়াকেলিন।

GOVT

নেপাল ও স্কটল্যান্ডের মেয়েদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টস জিতে আগে ব্যাট করা নেপাল ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে। নেপালের সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক পূজা মাহাতোর থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ১০, ওপেনার সাবিত্রী ধামির। স্কটল্যান্ডের মাইসি মেসিরা ৫ উইকেট শিকার করেন।

জবাবে ১৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৩৫ রান করেন পিপা স্প্রাউল। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে গ্যাব্রিয়েলা ফনটেলা থেকে। নেপালের রচনা চৌধুরী এবং সিমানা কেসি ২টি করে উইকেট নেন।

Scroll to Top