নববর্ষের শোভাযাত্রার থিমে কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানানো হবে: ফারুকী | চ্যানেল আই অনলাইন

নববর্ষের শোভাযাত্রার থিমে কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানানো হবে: ফারুকী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, নববর্ষের এবারের শোভাযাত্রার থিম হবে কৃষক, যা বাংলাদেশের কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানাতে চিহ্নিত করা হবে। এটি কৃষকের অবদান ও তাদের সংগ্রামকে স্বীকৃতি প্রদান করবে।

আজ (৯ এপ্রিল) বুধবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এই বিষয়ে আরও জানান, এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হিসেবে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এবং নতুন প্রজন্মের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে। এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রা আগের সব বারের চেয়ে ভিন্ন হতে যাচ্ছে।

তিনি জানান, ২৭টি জাতি জনগোষ্ঠী অংশ নেবে শোভাযাত্রায়, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরবে। মানিক মিয়া এভিনিউতে চীনের সহযোগিতায় ড্রোন শো অনুষ্ঠিত হবে, যা শোভাযাত্রার সৌন্দর্য্য এবং আকর্ষণীয়তা বাড়াবে। সরওয়ারদি উদ্যানে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে পাহাড়ি ও বাংলা ব্যান্ডগুলো অংশ নেবে।

তিনি জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের উন্নতি করা এবং একতার পরিবেশ সৃষ্টি করা। এবারের শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে থাকবে বামবা, যা বিভিন্ন রক ব্যান্ডের সমন্বয়ে গঠিত। এই ব্যান্ডগুলো প্যালেস্টাইনের পতাকা নিয়ে গান গাইবে, যা সংস্কৃতির মাধ্যমেও আন্তর্জাতিক সংহতির বার্তা পৌঁছে দেবে।

ফারুকী বলেন, আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম, কিন্তু এই অনুষ্ঠানগুলো আমাদের একত্রিত করবে। ঈদ ও অন্যান্য উৎসবে শিল্পকলার মাধ্যমে আমরা সমাজে একটি সহমর্মিতা প্রতিষ্ঠার চেষ্টা করবো।

Scroll to Top