নদীতে সেনা অভিযানে কিশোর গ্যাং ‘ডেঞ্জার’র ১৬ জন অস্ত্রসহ আটক

নদীতে সেনা অভিযানে কিশোর গ্যাং ‘ডেঞ্জার’র ১৬ জন অস্ত্রসহ আটক

কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জনকে আটক করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাং এর ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাং এর সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার উপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

পরে নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৪ সদস্যসহ আটটি রামদা ও সাতটি কুড়াল উদ্ধার করা হয়। পরে আটকদের তথ্যের ভিত্তিতে আরো দু’জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top