নয়াদিল্লি, ০৫ মে – ভারতীয় ক্রিকেট বোর্ড এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে। ইংল্যান্ড সফরের জন্য ভারতের দলে নতুন সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হচ্ছে। সেই সাথে দলে নতুন সহ-অধিনায়ককে পাচ্ছেন রোহিত শর্মারা। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন পেস বোলার জসপ্রীত বুমরাহ।
পাঁচ টেস্টের মধ্যে দু’টি টেস্টে দলকে নেতৃত্ব দেন ভারতের এই বোলার। সিরিজে ভারত একমাত্র টেস্ট জিতে। আর সেটি বুমরাহ অধিনায়কত্বে। কিন্তু সেই বুমরাহকে এবার দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরের জন্য তাকে দলের সহ-অধিনায়কও রাখা হচ্ছে না।
বুমরাহর শারীরিক অবস্থার কথা ভেবেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া সফরে সিরিজ শেষে পিঠে চোট পান তিনি। সেই টেস্টে প্রথম দিনের পর আর খেলতে পারেননি। এর পর প্রায় তিন মাস মাঠের বাইরে থাকেন বুমরাহ। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ভারত। আইপিএলের এবারের আসরে প্রথম কয়েকটি ম্যাচও খেলতে পারেননি তিনি।
চোট সারিয়ে আবার মাঠে ফিরেছেন বুমরাহ। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে ভারতের প্রথম সিরিজ। সেখানে বুমরাহকে সব টেস্টে খেলানো যাবে না বলে নির্বাচক ও বোর্ডকে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন। সেই কারণেই বুমরাহর উপর থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্বও সরিয়ে দিতে চাইছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এমন একজনকে সহ-অধিনায়ক করতে চাইছি যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে সিরিজে বার বার সহ-অধিনায়ক বদলাতে হবে। সেটা চাইছি না। অধিনায়ক ও সহ-অধিনায়ক সিরিজে সব টেস্ট খেললে দলের সুবিধা।”
এই পরিস্থিতিতে দু’জনের নাম উঠে আসছে। শুভমন গিল ও ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমনকে রোহিতের ডেপুটি করা হয়েছিল। পন্থও লাল বলের ক্রিকেটে ভারতের প্রথম পছন্দ। এই দু’জনের মধ্যে এক জনের হাতে বোর্ড দায়িত্ব তুলে দিতে পারে। তবে এই মুহূর্তে শুভমন দৌড়ে অনেকটা এগিয়ে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ মে ২০২৫