ঈদে সারাদেশের বড়পর্দায় মুক্তি পাওয়া সাড়া জাগানো ছবি ‘বরবাদ’ এখনো সবখানে হাউজফুল যাচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত এ ছবি।
প্রযোজনা সংস্থা থেকে এবার জানানো হলো, গ্লোবাল রিলিজে আরও দুটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আগামী ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
যুক্তরাষ্ট্র ও কানাডা ‘এসকে ফিল্মস ইউএসএ’ পরিবেশনা করলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস।
ঈগল এন্টারটেইনমেন্টের ডিরেক্টর সাব্বির চৌধুরী অস্ট্রেলিয়া থেকে চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে ‘প্রিয়তমা’ অস্ট্রেলিয়াতে রিলিজ করেছিলাম। হিউজ সাকসেস এসেছিল। আশা করছি, আগের সব রেকর্ড ‘বরবাদ’ ভেঙে দেবে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যেসব এলাকায় বাঙালিরা থাকে সবগুলো শহরে ‘বরবাদ’ চলবে। সাব্বির চৌধুরী বলেন, কদিন আগে এখানে ‘দাগি’ রিলিজ করেছি। যারা ‘দাগি’ দেখেছে তারা প্রত্যেকে ‘বরবাদ’ দেখতে চাইছেন। প্রতিদিন জানতে চাচ্ছিল ‘বরবাদ’ কবে আসবে?
“আজ বরবাদের অগ্রিম টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই প্রথমদিনের টিকিট সোল্ড আউট হয়ে যায়। সেকেন্ড, থার্ড শোগুলোও হয়তো সোল্ড আউট হবে।” বলছিলেন সাব্বির চৌধুরী।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।
এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাত দিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।
ডিসট্রিবিউর কোম্পানি ঈগল এন্টারটেইনমেন্ট জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলবে ‘বরবাদ’।