ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে ইসি’র।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচনি কর্মপরিকল্পনা ঘোষণার সময় এসব তথ্য নিশ্চিত করে কমিশন।
এসময় বলা হয়, নির্বাচনী আসনগুলোর চুড়ান্ত সীমানা ঘোষণা হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এছাড়াও সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হবে নির্বাচন বিষয়ক অংশীজনদের সঙ্গে সংলাপ। এটি শেষ হতে সময় লাগবে অন্তত দেড় মাস।
পরিকল্পনায় জানানো হয়, নির্বাচনের তফসিল ভোটগ্রহণের ৬০ দিন আগে দেয়া হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষে। এবারের নির্বাচনে প্রবাসীরাও অংশ নিবেন। তারাও দিতে পারবেন ভোট।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলা হয়, ব্যালটবক্স যতগুলো লাগবে, তা মজুত আছে মনে হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবুথে ৬০০ পুরুষ এবং ৫০০ নারী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।