নতুন ছবি কানে প্রিমিয়ারের আভাস দিলেন লাভ ডিয়াজ | চ্যানেল আই অনলাইন

নতুন ছবি কানে প্রিমিয়ারের আভাস দিলেন লাভ ডিয়াজ | চ্যানেল আই অনলাইন

বিশ্বখ্যাত ফিলিপিনো চলচ্চিত্র নির্মাতা লাভ ডিয়াজ। যিনি নিজের আসন্ন সিনেমা ‘ম্যাগেলান’ নিয়ে এক উত্তেজনাপূর্ণ ইঙ্গিত দিয়েছেন অনুরাগীদের। যে সিনেমাটি আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে পারে!

আর এই সিনেমায় পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানের চরিত্রে অভিনয় করছেন মেক্সিকান জনপ্রিয় অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল!

সম্প্রতি লাভ ডিয়াজ দোহা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। সেখানে ইনস্টিটিউটের উদ্যোগে একটি মাস্টারক্লাসের সময় তিনি জানান, তার আসন্ন সিনেমা ‘ম্যাগেলান’। ছবিটি ৯ঘণ্টার। তখন একজন প্রশ্ন করেন, এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করার সম্ভাবনা আছে কিনা!

তখনই লাভ ডিয়াজ জানান, এই ছবিটি তিনি “ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ উৎসবে” প্রিমিয়ার করার কথা ভাবছেন। আর তার এমন কথা শুনেই, সবাই বলাবলি শুরু করেছেন যে, তাহলে নিশ্চিতভাবেই আসন্ন কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে লাভ ডিয়াজের এই ছবি!

স্ক্রিন ডেইলি থেকে ডেডলাইন- বিশ্বের এমন দাপুটে সংবাদ মাধ্যমেও লাভ ডিয়াজের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার আভাস নিয়ে সংবাদ প্রকাশ করে। ডিয়াজ জানান, ‘ম্যাগেলান’ সিনেমার দৈর্ঘ্য ৯ ঘণ্টা। তবে উৎসবের জন্য তিনি ২ ঘণ্টা ৪৫ মিনিটের সংক্ষিপ্ত সংস্করণ তৈরী করেছেন।

দীর্ঘ সময়ের চলচ্চিত্র নির্মাণের জন্যই বেশী পরিচিত লাভ ডিয়াজ। তার কোনো কোনো ছবি চার ঘণ্টা, কোনোটা ৫ ঘণ্টা বা তারচেয়ে বেশী। তার কাছে সিনেমা মানেই ধৈর্য এবং অনুভব! তার বিখ্যাত দীর্ঘ সিনেমা হল ‘হেরেমিয়াস’, যার দৈর্ঘ্য ৫১৯ মিনিট! এছাড়া ‘ডেথ ইন দ্য ল্যান্ড অব এনকান্তস’ এর দৈর্ঘ্য ৫৪১ মিনিট এবং ‘ইভ্যুলুশন অব ফিলিপিনো ফ্যামিলি’ এর দৈর্ঘ্য ৬২৪ মিনিট!

এমন দীর্ঘ সিনেমা নির্মাণ নিয়ে লাভ ডিয়াজ বলেন, “আমার সিনেমা দীর্ঘ হয় কারণ আমি চরিত্রগুলোকে পূর্ণতা দিতে চাই। এটা যেন উপন্যাসের মতো, যেখানে বড় বড় স্পেস থাকে। জীবনের মতো করে অনুভব করতে হয়, তাই দ্রুত কাট-টু-কাট সিনেমার স্টাইল আমার ভালো লাগে না।”

তিনি ‘স্লো সিনেমা’ শব্দটিকে অস্বীকার করে বলেন, “আমরা কেবল প্রচলিত ১.৫ বা ২ ঘণ্টার ফর্মুলা মানি না। এটা সিনেমা দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি।” নতুন নির্মাতাদের উদ্দেশ্যে তার পরামর্শ, “সব কিছুই সংগ্রাম। একা করো। সব প্রতিষ্ঠানকে ভুলে যাও। জীবন ও কবিতাকে আঁকড়ে ধরো।”

‘ম্যাগেলান’— এই নতুন সিনেমাটির শুরুতে নাম ছিলো ‘বিয়াট্রিস, দ্য ওয়াইফ’। ২০১৯ সালে এটির কথা প্রথমে শোনা যায়। পুরো সিনেমাটি যেহেতু ম্যাগেলানের স্ত্রী বিয়াট্রিস বারবোসাকে কেন্দ্র করে, তাই এমন নাম ছিলো। কিন্তু উৎসবের জন্য সংক্ষিপ্ত সংস্করণে মূল ফোকাস ম্যাগেলানের উপর স্থানান্তরিত হয়েছে, তাই সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ম্যাগেলান’। যদিও পূর্ণ ৯ ঘণ্টার কাটে বিয়াট্রিসের গল্প বিস্তৃতভাবে থাকবে বলে জানান লাভ ডিয়াজ।

এমন গল্পে কাজ করার কারণ জানিয়ে লাভ ডিয়াজ বলেন,“১৫শ ও ১৬শ শতকে ইতিহাসে নারীদের কোনো অস্তিত্ব ছিল না—সবকিছুই পুরুষকেন্দ্রিক। আমি এই রহস্যময় নারী সম্পর্কে কাজ করতে চেয়েছিলাম। আমি প্রায় ছয় বছর গবেষণা করেছি এবং অনেক ভুল ধারণা ভেঙে দিয়েছি। আমাদের ইতিহাস নতুনভাবে লেখার প্রয়োজন।”

উৎসবের জন্য পৌনে ৩ ঘণ্টার ‘ম্যাগেলান’ প্রযোজনা করেছে স্পেন, পর্তুগাল এবং ফিলিপাইনের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির চিত্রগ্রহণও হয়েছে এই তিন দেশে। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল লাইনআপ প্রকাশ পাবে—তখনই জানা যাবে ‘ম্যাগেলান’ সিনেমাটি স্থান পেয়েছে কিনা!

এরআগে কানের আঁ সার্তে রিগা এবং ডিরেক্টর ফোর্টনাইটে দেখানো হয়েছে তার দুটি সিনেমা। যদিও তার বেশীরভাগ সিনেমা দেখানো হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। ২০১৬ সালে ‘দ্য ওমেন হু লেফ্ট’ এর জন্য গোল্ডেন লায়ন জিতেছিলেন লাভ ডিয়াজ। শুধু তাই নয়, এটি ছাড়াও আরো ৫টি সিনেমা ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

Scroll to Top