ঈদে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে ‘দাগি’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এই নির্মাতা আবার নতুন কাজে ফিরছেন।
তবে এবার বড় পর্দায় নয়, ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ করতে যাচ্ছেন রোমান্টিক ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’, যেখানে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন দুই সংগীততারকা প্রীতম হাসান ও জেফার রহমান।
জানা গেছে, বুধবার (৭ মে) রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, চলবে টানা ৫দিন। এরপর কক্সবাজারের মনোরম লোকেশনে হবে এর বাকি অংশের দৃশ্যায়ন।
শিহাব শাহীন বলেন, ‘‘তুমি আমি শুধু’ একদম রোমান্টিক জনরার প্রজেক্ট। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম এবং জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ। দর্শকদের পছন্দ হবে আশা করি।’
প্রীতম-জেফার দুজনের গানের মানুষ। ইতোমধ্যে তাদের অভিনয় দর্শক প্রশংসা পেয়েছে। প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সবশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে।
আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।