নতুন ক্রুজার মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড

নতুন ক্রুজার মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড সম্প্রতি ভারতের বাজারে ক্রুজার মোটরসাইকেল আনল। যার মডেল রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০।

নতুন ক্রুজার মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ডনতুন ক্রুজার মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড

ভারতে আইশার মোটরস লিমিটেডের অধীন রয়েল এনফিল্ড ব্যবসা পরিচালনা করে।

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০ মডেলটি ক্রুজার সেগমেন্টে এসেছে। ভারতে এই বাইকের দাম শুরু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার রুপি থেকে।

নতুন লঞ্চ হওয়া ক্রুজার বাইকের প্রধান আকর্ষণ হল, এটির ইঞ্জিন ক্যাপাসিটি।

নতুন লঞ্চ হওয়া ক্ল্যাসিক ৬৫০ মডেলটি রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৫০০ এর আপডেটেড মডেল । রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৫০০ পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ আইন মেনে না চলায় মডেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়া, বন্ধ হওয়া মডেলটির নকশা নতুন বাইকের তুলনায় আলাদা ছিল ৷ নতুন রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০ আপডেটেড মডেলে লঞ্চ করা হয়েছে ৷

ক্ল্যাসিক ৬৫০ মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলো হলো- হটরড, ক্লাসিক এবং ক্রোম।

বাইকটিতে ৬৪৮ সিসির এয়ার-অয়েল কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে ৷ যা ৪৬ বিএইচপি পাওয়ার এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন করে । ইঞ্জিনটিতে ২৮০ ডিগ্রিতে একটি ক্র্যাঙ্কশ্যাফ্ট স্থাপন করা হয়েছে ৷ যা অনন্য এক্সহস্ট নোটসহ একটি শক্তিশালী লো-এন্ড পুল তৈরি করে। ইঞ্জিনটি একটি ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ৷ নির্বিঘ্নে ডাউনশিফটিং করার জন্য একটি স্লিপার ক্লাচ রয়েছে।

Scroll to Top