নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যারা বঙ্গভবনে যাচ্ছেন – DesheBideshe

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যারা বঙ্গভবনে যাচ্ছেন – DesheBideshe

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যারা বঙ্গভবনে যাচ্ছেন – DesheBideshe

ঢাকা, ১০ নভেম্বর -অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচজন। রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন এই পাঁচ উপদেষ্টাকে শপথ পড়াবেন।

ইতোমধ্যে সরকারে যোগ দিতে যাওয়া নতুন এই পাঁচজনকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, মাহফুজ আলম।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সরকার গঠনের নয় দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

উপদেষ্টা পরিষদের আকার বাড়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নতুন পাঁচজন যুক্ত হলে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

সূত্র : ঢাকাটাইমস



Scroll to Top