নতুন আদেশে কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র – DesheBideshe

নতুন আদেশে কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র – DesheBideshe

নতুন আদেশে কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ০১ আগস্ট – বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি।

শুক্রবার (১ আগস্ট) শুল্ক নিয়ে হোয়াইট হাউস থেকে এ ঘোষণার কথা জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশে ছাড়াও অন্য দেশগুলোর ওপর মার্কিন প্রশাসনের নতুন আরোপিত শুল্কের তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পাঠকদের জন্য নিম্নে সে তালিকা দেওয়া হলো:

আফগানিস্তান ১৫%

আলজেরিয়া ৩০%

অ্যাঙ্গোলা ১৫%

বলিভিয়া ১৫%

বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%

বতসোয়ানা ১৫%

ব্রাজিল ১০%

ব্রুনেই ২০%

কম্বোডিয়া ১৯%

ক্যামেরুন ১৫%

চাদ ১৫%

কোস্টারিকা ১৫%

কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%

কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%

ইকুয়েডর ১৫%

ইকুয়েটোরিয়াল গিনি ১৫%

ভারত ২৫%

ইন্দোনেশিয়া ১৯%

ইরাক ৩৫%

ইসরায়েল ১৫%

জাপান ১৫%

জর্ডান ১৫%

কাজাখস্তান ২৫%

লাওস ৪০%

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%

ফিজি ১৫%

ঘানা ১৫%

গায়ানা ১৫%

আইসল্যান্ড ১৫%

লেসোথো ১৫%

লিবিয়া ৩০%

লিচটেনস্টেইন ১৫%

মাদাগাস্কার ১৫%

মালাউই ১৫%

মালয়েশিয়া ১৯%

মরিশাস ১৫%

মলদোভা ২৫%

মোজাম্বিক ১৫%

মিয়ানমার (বার্মা) ৪০%

নামিবিয়া ১৫%

নাউরু ১৫%

নিউজিল্যান্ড ১৫%

নিকারাগুয়া ১৮%

নাইজেরিয়া ১৫%

নর্থ মেসেডোনিয়া ১৫%

নরওয়ে ১৫%

পাকিস্তান ১৯%

পাপুয়া নিউগিনি ১৫%

ফিলিপাইন ১৯%

সার্বিয়া ৩৫%

দক্ষিণ আফ্রিকা ৩০%

দক্ষিণ কোরিয়া ১৫%

শ্রীলঙ্কা ২০%

সুইজারল্যান্ড ৩৯%

সিরিয়া ৪১%

তাইওয়ান ২০%

থাইল্যান্ড ১৯%

ত্রিনিদাদ ও টোবাগো ১৫%

তিউনিসিয়া ২৫%

তুরস্ক ১৫%

উগান্ডা ১৫%

যুক্তরাজ্য ১০%

ভানুয়াতু ১৫%

ভেনেজুয়েলা ১৫%

ভিয়েতনাম ২০%

জাম্বিয়া ১৫%

জিম্বাবুয়ে ১৫%

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ আগস্ট, ২০২৫



Scroll to Top