নজরুলের প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে ‘মোরা আর জনমে’ | চ্যানেল আই অনলাইন

নজরুলের প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে ‘মোরা আর জনমে’ | চ্যানেল আই অনলাইন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস বুধবার (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এই দিনে মৃত্যু বরণ করেন তিনি। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার ছিলেন কাজী নজরুল। মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

নজরুল স্মরণে তার ৪৯তম প্রয়াণ দিনে চ্যানেল আই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মোরা আর জনমে’।

অনন্যা রুমার প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। একই অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর কণ্ঠে শোনা যাবে নজরুলের কবিতা থেকে আবৃত্তি।

অনন্যা রুমা জানান, ফেরদৌস আরাকে নিয়ে দেশের বিভিন্ন লোকেশনে গান চিত্রের দৃশ্যধারণ হয়েছে। নজরুলের সৃষ্টি নিয়ে ভিন্নধর্মী আয়োজনটি দেখলে সবাই পছন্দ করবেন বলেই আমাদের বিশ্বাস।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে নজরুল স্মরণে বিশেষ আয়োজন ‘মোরা আর জনমে’।

Scroll to Top