পাকিস্তানে জাতীয় নির্বাচনে সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ইমরান খান উভয়েই নিজেদের দলকে জয়ী দাবি করেছেন। জাতীয় পরিষদে মোট ২৬৬টি আসনের মধ্যে ২৬০টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০২টি আসনে জয়লাভ করেছেন। নওয়াজ শরীফের মুসলিম লীগ জয়ী হয়েছে ৭৩ আসনে। আসিফ জারদারির পিপিপি জয় পেয়েছে ৫৪টিতে। কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের পথে হাঁটছে পাকিস্তান।
