ধোনির নেতৃত্বে চেন্নাই ২১২ ম্যাচ খেলে ১২৮টিতে জিতেছে। এ সময়ে দলটি জিতেছে পাঁচটি ট্রফি, যা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। ৪২ বছর বয়সী ধোনি যাঁর হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন, সেই গায়কোয়াড় ২০২১ সালে আইপিএলে সর্বোচ্চ ৬৩৫ রান করেছিলেন। ভারতের হয়ে ৬ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলা গায়কোয়াড় চোটে ভোগায় ২০২৪ সালে মাত্র একটিই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরেছেন। রঞ্জি ট্রফির সেই ম্যাচের প্রথম ইনিংসে দলগত সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন। গত বছর এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মহরাষ্ট্রের এই ক্রিকেটার।
এবারের আইপিএলে চেন্নাই দলে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, ইংল্যান্ডের মঈন আলী, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনাররা। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।