ধোনি-কোহলি ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট টেবিলে উল্লম্ফন

ধোনি-কোহলি ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট টেবিলে উল্লম্ফন
ধোনি-কোহলি ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট টেবিলে উল্লম্ফন

আইপিএলে আরেকটি বড় স্কোরিং ম্যাচ। এক ম্যাচে ৪৪৪ রান। শেষ ওভারে গড়ানো ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৮ রানের পরাজয়।

আইপিএলে সোমবার রাতের বিগ ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে ফাফ ডু প্লেসিস ধোনিদের ব্যাটিংয়ে স্বাগত জানায়।

চেন্নাইয়ের হয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে লড়ে যাওয়া রুতুরাজ গায়েকোয়াড় এদিন ব্যাট চালাতে ব্যর্থ। তবে আগের ম্যাচগুলোতে উইকেটে খাবি খাওয়া ডেভন কনওয়ে এদিনে একাই বোলারদের শাসন করে গেছেন। ৪৫ বলে ৮৩ করে হার্শাল পাটেলের বলে বোল্ড হন।

আজিঙ্কা রাহানে এবং শিবাম দুবে দুজনেই ব্যাঙ্গালোর বোলারদের ঘাম ছুটিয়ে ছেড়েছেন। শিবাম দুবে এ আসরের সবচেয়ে বড় ১১১ মিটারের ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের। দুবে অর্ধশত পূরণ করতে পারলেও রাহানে আউট হন ২০ বলে ৩৭ করে।

আম্বাতি রায়ডু এবং মইন আলির ২০০+ স্ট্রাইক রেটে খেলা ছোট ছোট ইনিংস গুলোর অবদানে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২৬। রবীন্দ্র জাদেজা ৮ বল খেলার সুযোগ পেলেও ধোনি কেবল ১ বল খেলে নট আউট ছিলেন।

ব্যাঙ্গালোরের সব বোলাররা ১টি করে উইকেট পেলেও বিজয়কুমার ছিলেন সবচেয়ে বেশি ৬২ রান হজম করে।

বড় ম্যাচের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ করে আকাশ সিংয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভিরাট কোহলি। দলের হাল ধরেন খোদ ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস। ৩৩ বলে ৬২ করে ম্যাচ আগলে রাখেন। মহীপাল লমরর ডাক খেলেও গ্লেন ম্যাক্সওয়েলের সাথে ৪৮ বলে ১০০ রানের জুটি করে চেন্নাই বোলারদের ভয় দেখিয়েছিলেন ফাফ ডু প্লেসিস।

ম্যাক্সওয়েল ৭৬ করে আউট হলে ব্যাঙ্গালোরের হয়ে ম্যাচ শেষ করে আসতে পারে নি কেউই। দীনেশ কার্তিকের ১৪ বলে ২৮ রানের ক্যামিও বৃথা হয়ে যায়।

চেন্নাইয়ের ম্যাচ জয়ে ডেথ ওভারে পাথিরানার বোলিং অসম্ভব কার্যকরী ছিল। পেয়েছেন লাসিথ মালিঙ্গার ভূয়সী প্রশংসাও। এছাড়া বোলিংয়ে তুষার দেশপান্ডে ৩টি এবং আকাশ সিং, থিকশানা, মইন আলিরা পান ১টি করে উইকেট।

Scroll to Top