জামাকাপড় কেনার সময় আমরা কত সচেতনই না থাকি! দশটা দোকান ঘুরে একটা জামা হয়তো পছন্দ হয়। কাপড়টা ঠিকঠাক গায়ে লাগছে কি না, পরলে মানাচ্ছে কি না, কত কিছু ভেবে তারপরই না কেনা। কিন্তু কেমন লাগে যখন শখের পোশাকটা ব্যবহার করে কয়েকবার ধোওয়ার পর খাটো হয়ে যায়? ধরা যাক, আপনি একটা ফুলহাতা কামিজ কিনেছেন। কয়েকবার ধোওয়ার পর দেখা গেল সেই কামিজের হাতা উঠে যাচ্ছে কবজির প্রায় দুই ইঞ্চি ওপরে। কখনো দেখা যাচ্ছে, ট্রায়াল দিয়ে কেনা পোশাক ধোওয়ার পর এত আঁটসাঁট হয়ে গেছে যে পরতেই কষ্ট হচ্ছে। এমন কেন হয়? কী করেই–বা কাপড়ের এমন ছোট হয়ে যাওয়া ঠেকানো যায়? আজ থাকছে কাপড় ছোট হয়ে যাওয়া বা সংকোচন রোধ করার কিছু উপায়।