শক্তিশালী ঝড় কাজিকি ধেয়ে আসছে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দিকে। এরই মধ্যে ভিয়েতনামজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঝড়ের আঘাত থেকে প্রাণ রক্ষায় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি ক্রমেই শক্তি সঞ্চয় করছে।