লালমাটিয়াতে ধূমপান করা নিয়ে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আজ ১০ মার্চ সোমবার দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে দুপুর ১২টায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গত ২ মার্চ রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুনীর ধূমপানকে কেন্দ্র করে রিংকু নামের ওই ব্যক্তির সাথে বাক-বিতণ্ডা বাধে। একপর্যায়ে ওই নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ ও তার পদত্যাগও দাবি করা হয়।