ধুলা এবং পানিতে নষ্ট হবে না যে স্মার্টওয়াচ

ধুলা এবং পানিতে নষ্ট হবে না যে স্মার্টওয়াচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লাভা কোম্পানির সাশ্রয়ী দামের স্মার্টফোন এনে সুনাম কুড়িয়েছে। এরই ধারাবাহিতকায় এবার এলো কম দামি স্মার্টওয়াচ। যার মডেল লাভা প্রোওয়াচ এক্স

ধুলা এবং পানিতে নষ্ট হবে না যে স্মার্টওয়াচ

এই ডিভাইস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট স্মার্টওয়াচ। অর্থাৎ ধুলা এবং পানিতে সহজে নষ্ট হবে না। লাভার নতুন ওয়াচটিতে ১.৪৩ ইঞ্চির অ্যামোলিড স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে।

অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম রয়েছে এই ডিভাইসে। একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায় হার্ট রেট ভ্যারিয়েবলিটি, এসপি০২ মনিটরিং ফিচার রয়েছে। এর পাশাপাশি জিপিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচ চালু থাকবে প্রায় ১০ দিন। এই ডিভাইস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট স্মার্টওয়াচ। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।

লাভা সংস্থার এই স্মার্টওয়াচের দাম ভারতে ৪৪৯৯ রুপি। ই-কমার্স ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ। একটিই রঙে কসমিক গ্রে রঙে লঞ্চ হয়েছে এই ডিভাইস। এই স্মার্টওয়াচে রয়েছে মেটাল, নাইলন এবং সিলিকন স্ট্র্যাপের আলাদা আলাদা ভ্যারিয়েন্ট।

১.৪৩ ইঞ্চির অ্যামোলিড স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস গ্লাস লেয়ার। এই স্মার্টওয়াচে গোলাকার ডায়াল রয়েছে।

এই স্মার্টওয়াচ আইওএস এবং অ্যানড্রয়েড দুই ধরনের ডিভাইসের সঙ্গেই যুক্ত করা যাবে। ১০০- এর বেশি স্পোর্টস অ্যান্ড ওয়ার্ক আউট ট্র্যাকিং ফিচার রয়েছে প্রোওয়াচ এক্স মডেলে।

ইউজার ওয়ারর আউটের পর কেমন উন্নতি করছেন তাও বোঝা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। এখানে রয়েছে স্লিপ ট্র্যাকিং ফিচার। ব্রিদিং একসারসাইজের খুঁটিনাটি তথ্যও ট্র্যাক করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে।

৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে ১০ দিন চালু থাকবে। ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে চলবে ৫ ঘণ্টা। জিপিএস ট্র্যাকিং ফিচার চালু থাকবে প্রায় ১৭ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ।

লাভা সংস্থার এই স্মার্টওয়াচের সাহয্যে ইউজার এয়ার কোয়ালিটি ইনডেক্স মনিটর করা যাবে। ১০০-টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।

Scroll to Top