বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা চার ম্যাচ জিতে দেখছে সেমিফাইনালে খেলার স্বপ্ন। এবার প্যাট কামিন্সের দলের প্রতিপক্ষ জস বাটলার-জনি বেয়ারস্টোরা। যাদের হারানোটা মোটেও সহজ হবে না অজিদের জন্য। এমনই এক ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে অলরাউন্ডার মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের সার্ভিস পাচ্ছে না ৫বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের বদলে একাদশে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়ানিস। অন্যদিকে গত ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ, মার্কাস স্টয়ানিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
ইংল্যান্ড একাদশ:
দাওয়িদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।