
প্রাথমিক মাত্র পনেরশো টাকা দিয়ে বিবাহ সম্পন্ন হবে একটি এবং এক্ষেত্রে ৫০০ টাকা মন্দির কমিটির, ৫০০ টাকা ব্রাহ্মণ এবং ৫০০ টাকা বিবাহ সামগ্রী জন্য ব্যবহার করা হবে। যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে যেই রকম মানের খাবার অর্ডার দেয়া হবে আগে থেকে সেই রকম দাম পড়বে। উদাহরণস্বরূপ দু পিস মাছ, ভাত, ডাল, দুটো সবজি, শাক ভাজা, লবণ লেবু, জলের বোতল, মিষ্টি, চাটনি এবং পাঁপড় সহযোগে ভোজ হলে ১৬০ জনের মোট খরচ পড়বে ৫৩০০ টাকা।