ঢাকার ধামরাইয়ে মোহাম্মদ বাবুল নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইর কুল্লা ইউনিয়নের আকসির নগর এলাকায় এঘটনা ঘটে। প্রকাশ্যে এমন নৃংশস হত্যাকান্ডের ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
সন্ত্রাসী হামলায় নিহত মোহাম্মদ বাবুল ধামরাইর কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি।
নিহতের স্ত্রী ইয়াস মিন জানান, তিনি ও তার স্বামী বিকেলে আকসির নগর আবাসন প্রকল্পে সরিষা মাড়াই করছিলেন।এসময় স্থানীয় সন্ত্রাসী আফসার, আরশাদ, শরীফ, মনির, শওকত ও রাজিব সেখানে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে স্ত্রী ইয়াসমিন ও বাবা ইদ্রিস আলীর সামনে তাকে ধরে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় স্ত্রী ও তার বাবা নিহতের জীবন ভীক্ষা চাইলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে নিহতের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা নিহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
পরে খবর পেয়ে সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কী কারণে এ হত্যাকাণ্ড তদন্ত করছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে ও আসামীদের আটকে অভিযান চলছে।