ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর | চ্যানেল আই অনলাইন

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর | চ্যানেল আই অনলাইন

‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণার পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুর করছেন উত্তেজিত ছাত্র-জনতা। সময়ের সাথে সাথে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হতে দেখাচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ছাত্র-জনতার উপস্থিতি দেখা যায়। এ সময় উত্তেজিত জনতা ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বর অভিমুখে ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি দেয়।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার সাথে সাথে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে তাদের ঢল নামে। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে সড়কের গেট ভেঙে প্রবেশ করে। পরে সেখানে থাকা তিনতলা বাড়িটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুর চলছিল।

GOVT

Scroll to Top