ধর্ষণ রোধে চিত্রনায়ক রুবেলের পরামর্শ

ধর্ষণ রোধে চিত্রনায়ক রুবেলের পরামর্শ

দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। বাদ পড়ছে না শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মনে করছেন ধর্ষণ ও হেনস্তা থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরি।

দেশের চলমান এ পরিস্থিতিতে ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি।

রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’

ধর্ষণ রোধে চিত্রনায়ক রুবেলের পরামর্শ
নব্বইয়ের দশকে চিত্রনায়ক রুবেল


শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষায় সবার শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি দরকার। একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। তিনি যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবেন, তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’

Scroll to Top