এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ করে ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে সরকার।
রোবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্ষণ ধর্ষণই, সেটি যার বিরুদ্ধেই হোক; ৮ বছর বয়সী শিশু কিংবা ৮০ বছর বয়সী বৃদ্ধা।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নাম দিয়ে ডাকা উচিত। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না।
গতকাল শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী নিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার ওই বক্তব্য দিয়েছিলেন।
সেসময় তিনি বলেন, আমি দুইটি শব্দ খুব অপছন্দ করি। আমি অনুরোধ করবো এই দু্টই শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন।
শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এ ধরনের শব্দ নেই। মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। তাই যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।