দ্রুততম মানব ইমরানুরের চোট | চ্যানেল আই অনলাইন

দ্রুততম মানব ইমরানুরের চোট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসে শেষদিনে চোটে পড়েছেন বাংলাদেশের দ্রুততম স্প্রিন্টার ইমরানুর রহমান। ২০০ মিটারে দৌড় শেষ করতে পারেননি তারকা অ্যাথলেট। ১০০ মিটারের শিরোপা পুনরুদ্ধার করে ‘ডাবল’ জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। এবারের অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন ইমরানুর।

গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে ২০০ মিটারের দৌড় শেষ করার কিছুক্ষণ পর ট্রাকে পড়ে যান ইমরানুর। মাসলে টান লাগায় ঠিকমতো দৌড়ও শেষ করতে পারেননি। প্রাথমিক চিকিৎসার পর তাকে নৌবাহিনীর হাসপাতালে পাঠানো হয়। এ ইভেন্টে ২১.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন সেনাবাহিনীর তারেক রহমান। রৌপ্য জিতেছেন আবদুল মোতালেব।

মেয়েদের ইভেন্টে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। তার সময় লাগে ২৫ সেকেন্ড। এ ইভেন্টের অন্যতম সেরা তারকা শিরিন আক্তার হয়েছেন দ্বিতীয়। তার সময় লেগেছে ২৫.১০ সেকেন্ড।

ম্যারাথনের সব পুরস্কার উঠেছে বাংলাদেশ আর্মির হাতে। ২ ঘণ্টা ৪৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন আর্মির মো. আল আমিন, দ্বিতীয় হন মেহেদী হাসান এবং তৃতীয় মো. কামরুল হাসান। পোলভল্টের সব পুরস্কার উঠেছে নৌবাহিনীর হাতে। স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর মো. সরব মিয়া, দ্বিতীয় হয়েছেন আবু বাক্কার সিদ্দিক এবং শরিফুল ইসলাম।

Scroll to Top