দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বারবার বৃষ্টির কারণে দিনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব নয় দেখে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার। আগামীকাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

রাজধানীতে আজ সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। ভারি বৃষ্টি না হলেও গুড়িগুড়ি বৃষ্টিই দিচ্ছে চোখ রাঙানি। ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়া নিয়ে জাগে সংশয়। বৃষ্টির কারণে প্রথম ইনিংসে কিউইদের গুটিয়ে দেওয়ার অপেক্ষা বাড়ছে বাংলাদেশের। কিন্তু ১৫ মিনিট এগিয়ে আজ সকাল ৯ টা ১৫ মিনিটে দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। 

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু হওয়ার আগেই বৃষ্টির বাগড়া। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়েছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামেও। তেরপলের কভারে পিচ ঢেকে রাখা হয়। 

মিরপুর টেস্টের শুরুর দিনের আবহাওয়াও স্বাভাবিক ছিল না। খেলা হওয়ার আগে থেকেই মেঘ জমতে থাকে আকাশে। সেই মেঘ ঘন হয়ে আজ ভোরে তৈরি করেছে বৃষ্টি। আলোক স্বল্পতার কারণে মিরপুরে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। বাজে আবহাওয়ার কারণে আলোক স্বল্পতা দেখা গিয়েছিল। সকাল থেকেই জ্বালিয়ে রাখা হয় স্টেডিয়ামের ফ্লাডলাইট।

নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। এরপর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে। বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। টাইগাররা টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। শেষ বিকালে মিরাজ, তাইজুলের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে ফিরে স্বাগতিকরা।

Scroll to Top