দোন্নারুমাকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

দোন্নারুমাকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পিএসজিতে অনিশ্চিত জিয়ানলুইজি দোন্নারুমার ভবিষ্যৎ । ইতালিয়ান গোলরক্ষককে ছেড়ে ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েরকে পেতে চায় পিএসজি। আলোচনার মধ্যেই দোন্নারুমার প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। 

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, ইংলিশ ক্লাবটি ইতালির গোলরক্ষক দোন্নারুমাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও ২৬ বর্ষী দোন্নারুমাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি । এছাড়া তুরস্কের গালাতাসারাই ও সৌদি আরবের ক্লাবগুলোর নজরেও আছেন দোন্নারুমা।

দোন্নারুমা ফরাসি লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স করলেও লুইস এনরিকের মন জয় করতে পারেননি। মূলত দোন্নারুমা বল ঠেকাতে পারদর্শী হলেও আক্রমণ গড়ে তুলতে কিছুটা পিছিয়ে তিনি। আর সেকারণেই এনরিক এমন গোলরক্ষক চাচ্ছেন, যিনি শুধু বল ঠেকাতে পারেন না, বরং পেছন থেকে আক্রমণও গড়ে তুলতে পারেন।

আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দোন্নারুমার। পিএসজির নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ইতালির গোলরক্ষক। বর্তমান বার্ষিক বেতন ১০ মিলিয়ন ইউরো হলেও নতুন চুক্তিতে ১২ মিলিয়ন ইউরো বেতন চেয়েছিলেন দোন্নারুমা। তবে প্রস্তাব নাকচ করে দিয়েছে পিএসজি।

দোন্নারুমার এজেন্ট শিগগিরই ফরাসি ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে বসবেন এবং সাবেক এসি মিলান গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘ইতালি অধিনায়ক দোন্নারুমা প্যারিসে থাকতেই আগ্রহী এবং যদি শেভালিয়ের ক্লাবে যোগ দেন, তাহলে তিনিও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পিএসজির ১ নম্বর গোলরক্ষক হতে প্রস্তুত।

শেভালিয়েরকে দলে নিতে অর্থ প্রস্তাবও দিয়েছে পিএসজি। তার প্রায় ৪০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৫৯ কোটি ৪০ লাখ) করতেও রাজী ক্লাবটি। ২৩ বর্ষী শেভালিয়ের লিগ ওয়ানে গত মৌসুমে দারুণ করেছেন। দোন্নারুমার চেয়ে ৭টি বেশি ক্লিনশিট, বেশি সেভ পার্সেন্টেজ এবং অনেক বেশি সফল লং পাস ছিল তার। তাই এনরিকের পরিকল্পনায় আছেন তিনি।

Scroll to Top