দেশে বিদেশের আয়োজনে ‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠিত – DesheBideshe

দেশে বিদেশের আয়োজনে ‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠিত – DesheBideshe

দেশে বিদেশের আয়োজনে ‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠিত – DesheBideshe

ঢাকা, ২৯ জানুয়ারি – গত ১১ জানুয়ারি নজরুল সংগীত শিল্পী পরিষদের পরিবেশনায় ‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লাবের মিলনায়তনে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন যথাক্রমে জুলি শারমিলি, সুজিত মোস্তফা, শহীদ কবির পলাশ, চম্পা বনিক, আশীষ কুমার সরকার, রতন সাহা, ফয়সাল আহমেদ, শাহানা হক, শহিদুল ইসলাম সুমন, কাকলি হালদার, রেহানা পারভিন হাসি, সেলিম রেজা, তাহমিনা মনোয়ার, অরুণ চৌধুরী ও শ্রাবণ আহমেদ। শুরু থেকেই মিলনায়তনটিতে ছিল উপচেপড়া দর্শক। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আলাউদ্দিন আহমেদ।

বিশ্ব বাঙালির মুখপত্র ‘দেশে বিদেশে’র আয়োজনে নতুন বছরে নজরুল সংগীত শিল্পী পরিষদের মনোমুগ্ধকর এ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুজিত মোস্তফা, সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশ, নির্বাহী সভাপতি ফেরদৌস আরা, টিভি ব‍্যক্তিত্ব আসমা আহমেদ ও দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো।

নৈশভোজের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



Scroll to Top