প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভোলার চর কুকরি–মুকরিতে ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন, তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ
দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি: প্রতিমন্ত্রী
- Tags : ১৩, ইনটরনট, কট, দশ, পরতমনতর, বযবহরকর, বরতমন