দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

দীর্ঘ তিন মাস পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই তিনি তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করার কথা জানান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় দেশে পৌঁছানোর কথা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।

দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী


তিনি আরও লিখেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।

এর আগে প্রায় ৫ বছর পর চলতি বছরের অক্টোবরের ২ তারিখে দেশে ফিরেন আজহারী। কিন্তু এক সপ্তাহ পরই তিনি আবার মালয়েশিয়ায় চলে যান।

উল্লেখ্য, পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। শেখ হাসিনা সরকারে পতনের পর গত ৬ আগস্ট দেশে ফেরার আশা ব্যক্ত করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

Scroll to Top