দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বান

দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বান

নেতারা বলেন, সরকারের আন্তরিকতা থাকলে এ সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা যাবে এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে।

সভায় নেতারা রাখাইনে করিডর প্রদান এবং চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার পরিকল্পনা বাতিলের জোরালো দাবি জানান। এই দাবিগুলো নিয়ে ২৭-২৮ জুন বাম গণতান্ত্রিক জোটের ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহ্বান জানানো হয়।

সভায় ভারত থেকে ‘পুশ ইন’-এর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেওয়ায় সমালোচনা করা হয় এবং অবিলম্বে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া আইনগতভাবে মেয়র নির্বাচিত করার বিষয়ে নানা মত থাকলেও নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকার পর ঢাকা দক্ষিণের মেয়রের শপথ অনুষ্ঠান কেন সম্পন্ন হচ্ছে না, তা নিয়ে দেশবাসী জানতে চায় বলে সভায় উল্লেখ করা হয়।

Scroll to Top