দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন | চ্যানেল আই অনলাইন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য অঞ্চল ও মিয়ানমার নিয়ে কারও কারও কোন পরিকল্পনা আছে। তাই আমাদের স্বাধীনতা, সার্বভোমত্ব নিয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার (৯ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের বাংলাদেশি হিসেবে এক হয়ে থাকতে হবে। ফ্যাসিস্ট বিরোধী ঐক্য এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।’

 

Scroll to Top