ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকাসহ দেশের চারটি পুরনো বিভাগের সীমানাকে পৃথক চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে দেশকে চারটি প্রদেশে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি, কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
এছাড়া, ঢাকা মহানগরীর জনসংখ্যার ঘনত্ব ও সেবার পরিধি বিবেচনায় রেখে ভারতের নয়াদিল্লির আদলে ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ বা ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের প্রস্তাব করা হয়েছে।
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, জেলা পরিষদ বাতিল করে সংশ্লিষ্ট জেলা পরিষদের সম্পদ নতুন প্রাদেশিক সরকারের অধীনে স্থানান্তর করা যেতে পারে।
এছাড়াও, ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনার জন্য পুলিশের একটি পৃথক ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৫