গত কয়েকদিনের অস্বস্তিকর তাপদাহের পর স্বস্তির খবর এনে দিয়েছে বৃষ্টির প্রথম স্পর্শ। গতকাল ভোররাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টিপাত আজ সারাদিন জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষিপ্তভাবে। বজ্রসহ এই বৃষ্টি দেশের বহু মানুষকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত স্বস্তি।
তবে এই বৃষ্টি কেবল শুরু। আগামীকাল (১৬ জুন) থেকে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে একটি শক্তিশালী রেইন বেল্ট।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এর তথ্যমতে, এর কারণে ১৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সারা দেশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানায়, প্রথমে উপকূলীয় অঞ্চল থেকে শুরু হয়ে এই রেইন বেল্ট ধীরে ধীরে বিস্তার লাভ করবে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে এটি সবচেয়ে সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে একটানা ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে খুলনা ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে বৃষ্টির প্রবণতা।
সংস্থাটি আরও জানায়, এর প্রভাবে আগামী ১৭ ও ১৮ জুনের মধ্যে সারা দেশেই ভ্যাপসা গরম অনেকটা হ্রাস পাবে এবং সাময়িকভাবে স্বস্তিদায়ক ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করতে পারে। তবে রেইন বেল্ট বিদায় নিলে আবারও গরম ফিরে আসার আশঙ্কা রয়েছে।