সম্ভাব্য জোট নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মির্জা আব্বাসের ধারণা, কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা সফল হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণার প্রতি আস্থা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, নির্বাচন সঠিক সময়েই হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না, এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, এটি তাঁর ইচ্ছা ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। খালেদা জিয়া নিজেও এ বিষয়ে কিছু বলেননি।
বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়ার কোনো ভূমিকা থাকবে কি না, এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, সময়ই এ প্রশ্নের উত্তর দেবে।
ইসলামি দলগুলোর জোট গঠনের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, বিএনপি এতে চিন্তিত নয়। বাংলাদেশের জনগণ উদারপন্থী মুসলিম মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তারা সাম্প্রদায়িকতাকে নয়, গণতান্ত্রিক ও মধ্যপন্থী দলকেই পছন্দ করে।