‘দেখতে যতটা সোজা ততটা সোজাও না’

‘দেখতে যতটা সোজা ততটা সোজাও না’
‘দেখতে যতটা সোজা ততটা সোজাও না’

টেস্ট ক্রিকেটে পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের কোনো তুলনাই যায় না। কিন্তু সিলেট টেস্টের মুখোমুখি লড়াইয়ের প্রথম দিনে দুই দলই ছিল সমানে-সমান। ৮৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটার মাহমুদুল হাসান জয় দিলেন উইকেটের ব্যাখ্যা। স্পিন সহায়ক এমন পিচে নিজেদের বোলিং ইউনিট নিয়েও বেশ আত্মবিশ্বাসী সুর শোনা গেছে তার কণ্ঠে। 

সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে হাসিমুখেই মাঠ ছাড়ছে দুই দল। সিলেটের উইকেটে স্পিনাররা জাদু দেখাবেন, এমনটাই শোনা গিয়েছিল ম্যাচের আগে। দুই দলের একাদশ দেখেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ নেমেছে তিন স্পিনার নিয়ে, নিউজিল্যান্ডেরও তিন। প্রথম দিনের খেলায়ও স্পিনারদের আধিপত্য দেখা গেল। বাংলাদেশ হারিয়েছে ৯ উইকেট, এর মধ্যে ৭ উইকেটই কিউই স্পিনারদের।

উইকেট দেখে মাহমুদুল হাসান জয়ের সহজ স্বীকারোক্তি, দেখতে যতটা ইজি ছিল উইকেট আসলে ততটা ইজি না। তবে একটা কথায় জয় সহমত দিয়েছেন, মুশফিক-শান্ত দায়িত্ব নিতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরও বড় হতে পারত প্রথম ইনিংস শেষে। উইকেটের আচরণ নিয়ে সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান জয় বললেন, 

‘দেখতে যতটা সোজা ততটা সোজাও না। বল মাঝেমধ্যে টার্ন করে। আমাদের কোয়ালিটি স্পিনাররা ভালো করলে ওদের দ্রুত অলআউট করতে পারব। সবাই তো সব দিন রান করবে না, একটা দিন আউট হতেই পারে। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে আমরা ব্যাকফুটে চলে গেছি। তবে ক্রিকেটে এটা হয়।’

প্রথম দিনে বাংলাদেশের হারানো ৯ উইকেটের মধ্যে কিউই স্পিনারদের দখলেই যায় ৭ উইকেট। সিলেটের পিচে স্পিনারদের আধিপত্য চোখে পড়েছে বেশ ভালোভাবেই। আর তাইতো নিজেদের বোলিং ইনিংসে বাংলাদেশও তাকিয়ে থাকবে স্পিনারদের দিকেই।

‘আমাদের যে স্পিনার আছে ওরা টাইট লেন্থে বল করলে খুব ভালো করার ব্যাপারে আশাবাদী।’

মাহমুদুল হাসান জয় এদিন শতক না পেলেও ৮৬ রানের ইনিংসে দলের সংগ্রহ টেনে নিয়ে গেছেন। নিজের ইনিংস সাজাতে জয়কে খুব একটা ঝুঁকি নিয়ে শট খেলতে দেখা যায়নি। নিজের ইনিংসের মূল্যায়ন করতে গিয়ে টানলেন শান্ত ও সোহানের ব্যাটিং উদাহরণও।

‘তেমন কঠিন না। যদি ডিফেন্সের উপর ট্রাস্ট করেন, সোজা। একেকজনের গেম প্ল্যানিং একেকরকম। শান্ত ভাই স্বাভাবিক ক্রিকেট খেলেছেন, আমি সোহান ভাই ন্যাচারাল ছিলাম। টিকে থাকা কঠিন না যদি ডিফেন্সের উপর ট্রাস্ট করেন যেকোনো উইকেটে টিকে থাকতে পারবেন।’

Scroll to Top