দুর্লভ বাদুড় ফুলের কথা

দুর্লভ বাদুড় ফুলের কথা

এ কারণে ভালোভাবে লক্ষ্য না করলে এটি চোখে পড়ে না। বৃহত্তর সিলেটে প্রাকৃতিকভাবে জন্মানো এই ফুলের নাম মাতিমুন্দা। কোথাও কোথাও হাইকান্দ বা সুকারকান্দা নামেও পরিচিত। উদ্ভিদবিজ্ঞানের আকরগ্রন্থেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তা ছাড়া আইইউসিএন পরিচালিত একটি মাঠপর্যায়ের গবেষণায় বলা হয়েছে, হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনে সাদা রঙের বাদুড় ফুলও রয়েছে।

বাদুড় ফুল বা মাতিমুন্দা (Tacca chantrieri) বহুবর্ষজীবী বীরুৎশ্রেণির উদ্ভিদ, স্থানভেদে গাছটির উচ্চতা ৭০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাতা আয়তকার, চকচকে সবুজ। পুষ্পমঞ্জরি ১ থেকে ২টি, প্রতিটি সাধারণত ৪টি থেকে ৬টি ফুল সংবলিত, বিরল ক্ষেত্রে ২৫টি পর্যন্ত থাকতে পারে। খাড়া পুষ্পদণ্ড ৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। মঞ্জরিপত্র ৪টি, সবুজাভ বা রক্ত-বেগুনি প্রতিটি ফুল মঞ্জরিপত্রের কক্ষে জন্মে। পুষ্পবৃন্তক সবুজাভ থেকে গাঢ় রক্ত-বেগুনি। ওপরের দুটি লম্বাটে, চ্যাপ্টা, নিচের একটি ছোট। মঞ্জরিপত্রাবরণ ৪টি, ২টি তির্যক জোড়ায় বিন্যস্ত, সবুজ থেকে গাঢ় রক্ত-বেগুনি, অবৃন্তক, পাপড়ির কেন্দ্র থেকে বেরোয় এক থোকা সরু আঁশ, সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার লম্বা। পুংকেশর ৬টি এবং গর্ভপত্র ৩টি। ফুল ফোটার মূল মৌসুম বসন্ত থেকে হেমন্ত অবধি বিস্তৃত।

Scroll to Top