দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও ৪ ফিলিস্তিনির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও ৪ ফিলিস্তিনির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসরায়েলের অবরোধ ও চলমান হামলার কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় আরও তীব্রতর হচ্ছে দুর্ভিক্ষ। এ পরিস্থিতিতে সেখানে অপুষ্টি ও অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জিও নিউজের লাইভ আপডেট প্রতিবেদনে বলা হয়, আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে দুই শিশুসহ চার ফিলিস্তিনি মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য নিশ্চিত করে জানায়, সর্বশেষ এই মৃত্যুর ফলে অবরুদ্ধ গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে কমপক্ষে ১২১ জন শিশু।

Scroll to Top