‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি শাস্তি হতে পারে না’

‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি শাস্তি হতে পারে না’

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের এক দফতর থেকে আরেক দফতরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সব সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার।

রোববার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা লিখেন সরকারের সাবেক এই শীর্ষ কূটনৈতিক।

‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি শাস্তি হতে পারে না’
এ কে আব্দুল মোমেনের স্ট্যাটাস


আব্দুল মোমেন মনে করেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে। অবশ্যই তাকে দ্রুত চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না।

তিনি আরও লিখেছেন, মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার চাকরি। দুর্নীতিপরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু।

সম্প্রতি পুলিশের সাবেক কর্তাসহ সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরও বিপুল সম্পত্তির তথ্য উঠে আসছে। যা নিয়ে জনসাধারণের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

Scroll to Top