দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের ২ নারী সদস্য গ্রেপ্তার

দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের ২ নারী সদস্য গ্রেপ্তার

দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের সক্রিয় ২ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের ২ নারী সদস্য গ্রেপ্তারদুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের ২ নারী সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- যুথি আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। ভুক্তভোগীদের ধাক্কা মেরে কৌশলে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো তারা।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার যুথি ও শাহনাজ বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করেন। ওই সময় সন্দেহ হলে সেই নারী নিজের ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

পরবর্তীতে ওই নারী ও তার স্বামীর ডাক-চিৎকারে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে এসে যুথি ও শাহনাজকে আটক করে। তবে ওই সময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুইজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ওই সময় ঘটনাস্থলে উপস্থিত আরও দুই ভুক্তভোগী নারী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা ও ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (আনুমানিক মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা) এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুথি ও শাহনাজ চুরির কথা স্বীকার করে। একপর্যায়ে তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি হওয়া নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলিটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের বরাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারাদেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ২০২৫: আবেদন করুন দ্রুত

এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট থাকুন – আমাদের অনুসরণ করুন

Scroll to Top